ক্লাউড বিভাগে পাঁচ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা আলিবাবার

কভিড-১৯ মহামারীর কারণে অনেক প্রতিষ্ঠান যখন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে, তখন আশার কথা শোনাচ্ছে চীনভিত্তিক আলিবাবা গ্রুপ। কর্মী ছাঁটাই নয়; বরং উদীয়মান ক্লাউড প্রযুক্তি বিভাগে পাঁচ হাজার নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

বিবৃতিতে আলিবাবা গ্রুপ জানায়, চলতি অর্থবছরেই তারা ক্লাউড বিভাগে বিশ্বজুড়ে পাঁচ হাজারের বেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। এক্ষেত্রে নেটওয়ার্ক, ডাটাবেস, সার্ভার, চিপ ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ক্ষেত্রগুলোয় কর্মী নিয়োগ করা হবে।

আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্স বিভাগের প্রেসিডেন্ট জেফ জাং বলেন, চীনে ব্যবসায়ের ডিজিটাল রূপান্তরের যে যাত্রা তিন থেকে পাঁচ বছরের জন্য প্রত্যাশিত ছিল, এখন তা এক বছরের মধ্যেই সম্পন্ন করার জন্য গতি বাড়বে। সামনে পূর্ণগতিতে চলার জন্য আমরা বিশ্বস্ত ক্লাউড প্রযুক্তি ও সেবা গড়ার পাশাপাশি বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতের মেধাবীদের পেছনে বিনিয়োগ করছি।

বিশ্বজুড়ে ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির চাহিদা বাড়ছে। কভিড-১৯ মহামারীর কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ প্রযুক্তির চাহিদা আরো বেড়েছে এবং ভবিষ্যতে আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। এ পরিস্থিতিতে ক্লাউড বিভাগের সক্ষমতা বাড়াতে নতুন কর্মী নিয়োগ করতে যাচ্ছে আলিবাবা গ্রুপ। 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *