কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলনে ধস

ভারতের রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেডের (সিআইএল) খনিগুলো থেকে গত মে মাসে জ্বালানি পণ্যটির উত্তোলনে ধস নেমেছে। কোল ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলমান লকডাউনের কারণে শ্রমিক সংকট থেকে গত মাসে কয়লা উত্তোলন আগের তুলনায় কমেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত মাসে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ৪ কোটি ১৪ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় জ্বালানি পণ্যটির উত্তোলন কমেছে ১১ দশমিক ২ শতাংশ। ২০১৯ সালের মে মাসে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ৪ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল। সেই হিসেবে, এক বছরের জ্বালানি পণ্যটির উত্তোলন ৫২ লাখ ৬০ হাজার টন কমিয়েছে কোল ইন্ডিয়া। তবে উত্তোলন কমলেও গত মাসে কোল ইন্ডিয়ার কয়লা বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ লাখ টন বেড়েছে। ভারতের অভ্যন্তরীণ চাহিদা পূরণে নিজস্ব উৎসগুলো থেকে সরবরাহ করা ৮০ শতাংশের বেশি কয়লার জোগান দেয় কোল ইন্ডিয়া। বিজনেস স্ট্যান্ডার্ড

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *