কোনো চাপ নিতে চাই না -নিরব

লকডাউনে অনলাইনে উপস্থাপনা করে প্রশংসিত হয়েছিলেন চিত্রনায়ক নিরব। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রথমবারের মতো স্টেজে উপস্থাপনা করেছেন তিনি। একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ উপস্থাপনা করলেন।মাইক্রোফোন হাতে কতটা উপভোগ করেন? নিরব বলেন, উপস্থাপনা বেশ উপভোগ করছি। দর্শকদের সঙ্গে সরাসরি একটা যোগাযোগ হচ্ছে এর মাধ্যমে। ভালোই লাগছে। এটা অন্যরকম ভালো লাগা। সময়-সুযোগ হলে মাঝে মাঝে উপস্থাপনা করতে চাই। এদিকে সম্প্রতি নিরবের ‘হৃদয়ে তোমার ঠিকানা’ শিরোনামের একটি গানচিত্র প্রকাশ হয়েছে।
এ ভিডিওতে তার সঙ্গে জুটি বাঁধেন কণ্ঠশিল্পী তামান্না প্রমি। প্রায় আট বছর পর মিউজিক ভিডিও প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন? নিরব বলেন, মোটামোটি ভালোই সাড়া পাচ্ছি। অনেকেই ইনবক্স, ফোনে প্রশংসা করছে। ভালো লাগার কথা জানাচ্ছে। অনেক বছর পর নিজেকে মিউজিক ভিডিওতে দেখে ভালোও লাগছে। এদিকে এ নায়ক গত বছর থেকে সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। একের পর এক নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন নিরব। সম্প্রতি পরিচালক রফিক সিকদারের ‘বিধাতা’ শিরোনামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে চিত্রনায়িকা রোজিনার ‘ফিরে দেখা’ নামের আরেকটি চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া আনন্য মামুনের একটি সিনমোতেও কাজ করার কথা রয়েছে তার। চলতি এ ব্যস্ততাকে কীভাবে দেখছেন? নিরব বলেন, আসলে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। করোনার এই কঠিন সময়েও প্রযোজক-পরিচালকরা আমার ওপর ভরসা রাখছেন। এটা নিশ্চয়ই বড় ব্যাপার। এই মূহুর্তে বেশ কিছু ভালো গল্পের সিনেমা আছে আমার হাতে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ এসেছে। কাজগুলো ভালোভাবে করতে পারলে দারুণ হবে। ধাপে ধাপে এগোতে চাই। কোনো চাপ নিতে চাই না। নিবর অভিনীত ‘ছায়াবৃক্ষ’ সিনেমার কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। করোনার আগে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ ছবির কাজ শেষ করেছেন । তার ‘রৌদ্রছায়া’ শিরোনামের আরেকটি সিনেমাও সেন্সর পেয়েছে। যেটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *