কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছেন চীনা মেডিক্যাল টিমের সদস্যরা ।

কূটনৈতিক প্রতিবেদক : [২] মঙ্গলবার সকালে চীনা মেডিক্যাল টিমের সদস্যরা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান।

[৩] চিকিৎসক, নার্স ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

[৪] হাসপাতালের চীনা বিশেষজ্ঞ টিম বাংলাদেশের সহকর্মীদের সঙ্গে কোভিড-১৯ ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

[৫] তারা ল্যাব পরিষেবাগুলোর সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বাস্তবসম্মত প্রস্তাবনা দেন বলে বাংলানিউজের কূটনৈতিক প্রতিবেদক তৌহিদুর রহমান জানান।

[৬] বুধবার বিকেলে চীনা প্রতিনিধি দল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিদর্শন করবেন।

[৭] এর আগে মঙ্গলবার চীনা প্রতিনিধি দলের সদস্যরা মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে যান। সেখানে তারা স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দিনভর আলোচনা করেন।

[৮] এসময় বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি চীনা প্রতিনিধি দলের সদস্যদের কাছে তুলে ধরা হয়।

[৯] বাংলাদেশ সফররত চীনের ১০ সদস্যের মেডিক্যাল টিম ৮ জুন ঢাকায় আসে। এ দলে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদরা রয়েছেন। তারা বাংলাদেশে দু’ সপ্তাহ অবস্থান করবেন। বলে জানিয়েছে চীন দূতাবাস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *