পূর্ব রাজাবাজারে লকডাউন দেখতেও মানুষের ভীড়

ইসমাঈল ইমু : [২] একটি মাত্র পথ দিয়ে প্রবেশ ও বাইরে চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। লকডাউন চলাকালে খাদ্য সরবরাহসহ সব জরুরি নাগরিক সেবা নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান।

[৩] তবে, বিপাকে পড়েছেন জরুরি সেবা ছাড়া অন্যান্য পেশায় নিয়োজিত মানুষ। শুধুমাত্র গ্রীন রোডের আইবিএ হোস্টেল সংলগ্ন পথটি খোলা থাকায় প্রবেশমুখে ভিড় করছেন এলাকাবাসী।

[৪] চিকিৎসা, সংবাদ মাধ্যমসহ জরুরি সেবা সংশ্লিষ্ট লোক ছাড়া অন্য সবার চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

[৫] স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান, অসহায় মানুষদের ত্রাণসামগ্রী সরবরাহ, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও চিকিৎসা সামগ্রীর হোম ডেলিভারি, অসুস্থদের জন্য চিকিৎসার সুযোগ থাকছে। হোম ডেলিভারির জন্য রয়েছে সেচ্ছাসেবী।তারা এসব সামগ্রী যাদের প্রয়োজন তাদের বাসায় পৌছে দিচ্ছেন।

[৬] এদিকে লকডাউনে পূর্ব রাজাবাজারে কী হচ্ছে তা দেখার জন্যও আইবিএ হোস্টেলের পাশের প্রবেশ মুখে মানুষ উকি দিচ্ছে। গতকাল দিনভর ওই গ্রীনরোডে চলাচলকারি লোকজন এলাকার বাইরে ভিড় করেছেন। আইনন শঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে সামাজিক দূরত্ব মানা ও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *