করোনার হুমকি উপেক্ষা করে বিশাল কুচকাওয়াজ পিয়ংইয়ংয়ের

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম বর্ষ উপলক্ষে বড় আকারের সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে উত্তর কোরিয়া। নভেল করোনাভাইরাস মহামারী উপেক্ষা করে এতে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে দেশটির বাসিন্দাদের। খবর রয়টার্স ও এএফপি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিটিভির ফুটেজে দেখা গেছে, সশস্ত্র সেনা ও সমরযান নিয়ে পিয়ংইয়ংয়ের সড়ক হয়ে কিম ইল-সাং চত্বরে সমবেত হতে দেখা গেছে উত্তর কোরিয়ার সেনাদের। তাদের অভিবাদন জানাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কোনো দর্শনার্থীর মুখে মাস্ক দেখা যায়নি। তবে স্কয়ারে অন্যান্য বছরের তুলনায় কম দর্শনার্থী দেখা গেছে।

সেনা কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। সেখানে দেয়া ভাষণে তিনি বলেন, উত্তর কোরিয়ায় একজনও করোনা আক্রান্ত হয়নি।

পিয়ংইয়ংয়ে অবস্থানরত বিদেশী কূটনীতিকদের প্রায়ই সেখানে আমন্ত্রণ করা হয়। তবে রাশিয়ার দূতাবাস এক ফেসবুক পোস্টে জানায়, এবার সব দূতাবাস কর্মীদের পিয়ংইয়ংয়ের রাস্তায় বের হতে নিষেধ করে চিঠি পাঠানো হয়েছে।

কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, কভিড-১৯-এ আক্রান্ত সন্দেহে উত্তর কোরিয়ার এক নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছিল। কোয়ারেন্টিন সেন্টার থেকে বের হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

চীনে গত ডিসেম্বরে কভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বরাবরই দাবি করে আসছে, উত্তর কোরিয়ায় কেউই এতে আক্রান্ত হয়নি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *