এসএমই ডেভেলপমেন্ট ওয়ার্কিং কমিটির সপ্তম বৈঠক অনুষ্ঠিত

বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) এসএমই ডেভেলপমেন্ট ওয়ার্কিং কমিটির সপ্তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির কো-চেয়ার হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম এবং চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বৈঠকে ‘ইন্ডাস্ট্রিয়াল পলিসি ২০১৬ অ্যান্ড সাপোর্ট ফর সিএমএসএমইএস ইন বাংলাদেশ’ এবং ‘রিভিজিটিং দ্য অ্যাকশন প্ল্যান অব এসএমই পলিসি ২০১৯ টু অ্যাড্রেস কভিড-১৯ সিচুয়েশন’ শীর্ষক দুটি পলিসি নোট উপস্থাপন করা হয়। এতে ইন্ডাস্ট্রি ক্যাটাগরির সংজ্ঞায় পরিবর্তন এবং এসএমই পলিসি ২০১৯-এর সময় ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা পুনর্বিবেচনার প্রস্তাব রাখা হয়।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম বিল্ডকে নির্দেশনামূলক উপস্থাপনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উপস্থাপনা সরকারের ২০৪১ লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী, অর্থনীতিতে প্রায় ৮২ শতাংশ অবদান হবে বেসরকারি খাতের। ১৮ শতাংশ অবদান হবে সরকারি খাতের। এ কারণে বেসরকারি খাতকে অবশ্যই উন্নয়ন নীতিমালায় যুক্ত করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনারারি প্রফেসর ড. মমতাজউদ্দীন আহমেদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাশেদুল করিম মুন্না, ডব্লিউইএনডির প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির ডিজিএম রোজিনা আখতার মুস্তাফি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জয়নাল আবেদীন, প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম প্রমুখ। —

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *