এসএমই উদ্যোক্তাদের অনলাইন সফটওয়্যার প্রদর্শনীর যাত্রা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে ‘সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ফর এসএমইএস’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠান গত রোববার অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেয় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম ও মহাব্যবস্থাপক মো. সিরাজুল হায়দার এনডিসি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস স্থানীয় বাজার সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল।

ফারহানা এ রহমান তার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, এসএমই উদ্যোক্তারা প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সামনে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে ধারণা দেন। করোনাকালে প্রযুক্তির ব্যবহার বহু গুণে বেড়েছে। ই-কমার্স খাতে প্রযুক্তির ব্যবহার বর্তমান সময়ে পণ্যের খরচ কমিয়ে এনেছে। এসএমই উদ্যোক্তারা সফটওয়্যার ব্যবহারে এখনো পিছিয়ে আছে। ফলে তারা সবসময় ব্যবসায়িক ক্ষেত্রে আশানুরূপ ফল পায় না। এক্ষেত্রে সাস মডেল এসএমই উদ্যোক্তাদের জন্য আশার নতুন কিরণ। এছাড়াও ডিজিটালাইজেশনের ব্যবহার উদ্যোক্তাদের স্বল্প মূলধন বিনিয়োগে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে। ইনভেন্টরি মডেল ব্যবহার করে এসএমই উদ্যোক্তারা saas.basis.org.bd লিংকে প্রবেশ করে সফটওয়্যারগুলো বিনা মূল্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে পারেন। এসএমই উদ্যোক্তারা যাতে সাস মডেল ব্যবহার করে এগিয়ে যেতে পারে তিনি সে আশাবাদ ব্যক্ত করেন।

সৈয়দ আলমাস কবীর বলেন, আজকের এ উদ্যোগ এসএমই উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে। গত ছয় মাসে লকডাউনে আমাদের জীবনধারা থেমে থাকেনি। অফিস-আদালত, স্কুল-কলেজ, বিনোদন, আলোচনা-সভা সবকিছুতেই প্রযুক্তির ওপর আমাদের যে নির্ভরশীলতা, সেটি দেশের মানুষ অনুধাবন করেছে। ব্যবসায়িক ক্ষেত্রে কম খরচে কর্মদক্ষতা বাড়ানোর জন্য আইটি বা সফটওয়্যারের ওপর যে নির্ভরতা, সেটি আরো গতিশীল করতে সাস মডেল এগিয়ে এসেছে। কভিড-১৯ মহামারীর কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে মন্দা দেখা দিয়েছে তা নিরসনে করোনা-পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানগুলো অপারেটিং এক্সপেন্স (অপেক্স) নিয়ন্ত্রণের চেষ্টা করবে। আর তা শুধু ল্যাপটপ, স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ ব্যবহার করেই সম্ভব। বেসিসের প্লাটফর্ম ব্যবহার করে এসএমই উদ্যোক্তারা এক্ষেত্রে মানসিকভাবে আশ্বস্ত হবে। ভবিষ্যতে ডিজিটালাইজেশন, টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

তিনি সরকারের প্রতি প্রত্যন্ত অঞ্চলে এসএমই উদ্যোক্তাদের জন্য সুলভ মূল্যে ভালো মানসম্পন্ন ইন্টারনেট সংযোগ সরবরাহের জন্য আহ্বান জানান। এসএমই খাতে উদ্যোক্তারা দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নতির মেরুদণ্ড। এছাড়াও ডিজিটালাইজেশন, আইটি অটোমেশন ক্ষেত্রে এসএমই খাতের জন্য সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদানের জন্য এসএমই ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করে সরকারকে প্রস্তাব দেয়ার আশ্বাস দেন।

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. সিরাজুল হায়দার এনডিসি বলেন, বেসিস ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আইটি ও সফটওয়্যার বিষয়ে এসএমই উদ্যোক্তাদের অবহিত করতে আজকের এ আয়োজন। প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্য ও প্রযুক্তির ব্যবহার, আইটি টুলস, হার্ডওয়্যার, সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি বেসিস সভাপতিকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *