এক হাজার কর্মী ছাঁটাই করবে বেন্টলি

যুক্তরাজ্যে এক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বেন্টলি, যা বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানিটির মোট কর্মী সংখ্যার এক-চতুর্থাংশ। নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে বৈশ্বিকভাবে গাড়ি বিক্রিতে বড় ধরনের পতন হয়েছে। তাছাড়া বেন্টলি সাম্প্রতিক বছরগুলোয় আগে থেকেই ক্ষতি এড়িয়ে লাভজনক হওয়ার চেষ্টা করছিল। এ অবস্থায় বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফক্সওয়াগনের মালিকানাধীন এ কোম্পানি। খবর বিবিসি।

ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। এর আগে গত মাসে কোম্পানির প্রধান আড্রিয়ান হলমার্ক বলেছিলেন, তারা লকডাউনের কারণে এক-চতুর্থাংশ কর্মীকে সাময়িক ছুটিতে পাঠিয়েছিলেন। এ সময় আরো এক-চতুর্থাংশ কর্মী কাজ করছিলেন বাড়িতে বসে। তবে ফের কারখানা কার্যক্রম চালু হলেও কর্মস্থলে কর্মী উপস্থিত ছিল স্বাভাবিকের চেয়ে অর্ধেক।

যুক্তরাজ্যে বেন্টলির প্রতিষ্ঠা হয় ১৯১৯ সালে। ২০১৯ সালে বিশ্বব্যাপী কোম্পানিটির গাড়ি বিক্রি ৫ শতাংশ বেড়ে ১১ হাজারটিতে দাঁড়ায়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় লাভজনক হওয়ার জন্য বেন্টলিকে বেশ সংগ্রাম করতে হচ্ছে। এরই মধ্যে গত বছরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯, যা পড়ে বৈশ্বিক মহামারীতে পরিণত হলে অভূতপূর্ব নেতিবাচক প্রভাব পড়ে গাড়িসহ বিশ্বের প্রায় সব শিল্প খাতে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *