আর্থিকভাবে প্রস্তুত নন আরব আমিরাতের ৫৭ শতাংশ কর্মী

গুরুতর অসুস্থ হয়ে পড়লে তা আর্থিকভাবে সামাল দেয়ার মতো সক্ষমতা সংযুক্ত আরব আমিরাতের ৫৭ শতাংশ কর্মীর নেই। অসুস্থতার কারণে চাকরি হারালে কিংবা চাকরি ছেড়ে দিতে হলে এ কর্মীদের তিন মাসের বেশি চলার মতো সামর্থ্য নেই। খবর গালফ নিউজ।

এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশই বলেছেন, এমন পরিস্থিতির সৃষ্টি হলে তারা এক মাসও টিকে থাকতে পারবেন না। বিশেষ করে কভিড-১৯ পরিস্থিতিতে পড়ার পর তারা বিষয়টি বুঝতে পেরেছেন। নিজেদের আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে তাদের যে ধারণা ছিল, তা এ পরিস্থিতিতে এসে ভেঙে গেছে।

সংযুক্ত আরব আমিরাতের সাধারণ কর্মীদের ওপর আলোকপাত শীর্ষক জরিপে উঠে এসেছে অসুস্থতা সম্পর্কিত এ অপ্রস্তুত অবস্থার কথা। বিশেষ করে অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হলে তখন আর্থিকভাবে টিকে থাকার প্রসঙ্গ উঠে আসে।

জরিপটি পরিচালনা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রেন্ডস প্রভিডেন্ট ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের প্রধান স্টুয়ার্ট শিলকক বলেন, সংযুক্ত আরব আমিরাতের এক হাজার কর্মীর ওপর জরিপ চালানো হয়। সেখানে দেখা গেছে, অবিবাহিতরা অন্তত তিন মাস চালিয়ে নিতে পারবেন। কিন্তু যেসব কর্মীর পরিবার বা স্ত্রী-সন্তান আছে, তাদের জন্য এটি খুবই কঠিন। তার পরেও জরিপে অংশ নেয়া ৬৬ শতাংশ অবিবাহিত কর্মী মনে করেন অসুস্থ হয়ে চাকরি হারালে তারা তিন মাসও টিকে থাকতে পারবেন না। এর অর্থ হলো, অবিবাহিতরাও চূড়ান্ত মাত্রার অপ্রস্তুত অর্থনৈতিক অবস্থার মধ্যে রয়েছেন।

দুই-তৃতীয়াংশের বেশি আমিরাতি, প্রবাসী আরব ও এশিয়ার কর্মীরা এটা বিশ্বাস করেন, অসুস্থ হলে চাকরি হারালে তারা তিন মাসের বেশি অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারবেন না। এমনকি পশ্চিমা কর্মীরাও টিকে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী নন। তাদের ৭১ শতাংশ মনে করেন, অসুস্থ হয়ে চাকরি হারা হলে তারাও এখানে টিকে থাকতে পারবেন না। এসব সংখ্যা উদ্বেগজনক। কারণ প্রবাসীরা অনেকেই তাদের নিজ দেশে যে সুবিধা পেতেন, তা এখানে পাচ্ছেন না।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত নারীরা চাকরি হারালে বা অসুস্থ হলেও তিন মাসের বেশি আর্থিকভাবে টিকে থাকতে পারবেন বলে আশাবাদী। তবে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১২ শতাংশ পুরুষ ও ১৪ শতাংশ নারী মনে করেন, তারা এ অবস্থায়ও অন্তত এক বছর টিকে থাকবেন।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ৪৫ বছরের বেশি বয়সী কর্মীরা অন্তত ছয় মাস টিকে থাকার বিষয়ে তরুণদের চেয়ে কম আত্মবিশ্বাসী। আবার এদেরই ১৭ শতাংশ মনে করেন, তারা ১২ মাস তো টিকে থাকতে পারবেনই।

এর অর্থ হলো, বয়স্ক কিছু উচ্চপর্যায়ের কর্মীর আর্থিক প্রস্তুতি রয়েছে, যেন তারা অসুস্থ হয়ে চাকরি হারালে অন্তত টিকে থাকার মতো অবস্থায় থাকেন। জরিপে প্রাপ্ত তথ্যের দিকে লক্ষ করলে দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত একটি বিশাল শ্রেণীর কর্মীর গুরুতর অসুস্থতা-সংক্রান্ত কোনো প্রস্তুতি নেই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *