আবারো শুরু হচ্ছে ‘সেভ লাইফ’ ছবির শুটিং

ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষদের চ্যালেঞ্জিং জীবন নিয়ে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র ‘সেভ লাইফ’। গত বছরের শুরুতে রাজধানীর গুলিস্তানে ফায়ার ব্রিগেডের প্রধান কার্যালয়ে শুরু হয়েছিল ছবির কাজ। কিন্তু সে সময় কিছু জটিলতার কারণে শুটিং শুরুর পর পরই সাময়িকভাবে ছবির কাজ বন্ধ হয়ে যায়। ছবিটি পরিচালনা করছেন কাজী আমিরুল ইসলাম শোভা।

ছবির নির্মাতা সম্প্রতি জানান, ছবি নিয়ে আপাতত আর জটিলতা নেই। জটিলতা এখন শুধু করোনা মহামারী। এ ক্রান্তিকাল কেটে গেলে শিগগিরই আবারো ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘সেভ লাইফ’ ছবির অভিনয়শিল্পীরা।

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী চম্পা, সাদিকা পারভীন পপি, আইরিন, অভিনেতা ফেরদৌস আহমেদ, আনিসুর রহমান মিলন, নাট্যাভিনেতা ওবিদ রেহানসহ আরো অনেকেই।

ছবিটি সম্পর্কে অভিনেতা ফেরদৌস বলেন, ‘সেভ লাইফ আমার জীবনের অন্যতম ভালো লাগা গল্পের একটি চলচ্চিত্র। ছবিটি মূলত চ্যালেঞ্জিং এক জীবনের গল্প নিয়েই। এ ছবিতে অভিনয়ের আগে ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের জীবন সম্পর্কে জেনেছি। সে অভিজ্ঞতার আলোকেই এতে অভিনয় করেছি। এ ধরনের চ্যালেঞ্জিং গল্প নিয়ে এর আগে চলচ্চিত্র দেশে হয়নি। তাই ছবিটি নিয়েও আমার নিজের ভীষণ আগ্রহ আছে।’

‘সেভ লাইফ’-এ আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র জয়ার ভূমিকায় রয়েছেন মডেল ও অভিনেত্রী আইরিন। তিনি বলেন, ‘সেভ লাইফে আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। আমি টানা আটদিন ছবির শুটিংয়ে অংশ নিয়েছি। কিন্তু একটা সময় এসে ছবির কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভীষণ খারাপ লেগেছিল। আবারো ছবির কাজ শুরু হতে যাচ্ছে জেনে খুব ভালো লাগছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *