আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য সাউন্ড’

নীরবতা মানে কী? চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার জুলফিকার জাহেদী তার চলচ্চিত ‘দ্য সাউন্ড’-এর মাধ্যমে তা আবিষ্কারের চেষ্টা করেছেন। তার মতে, সততা সবসময় শব্দের সঙ্গে আসে। জীবন কোনো কিছু শোনার সঙ্গে সঞ্চারিত হয় এবং মিথ্যাটিই চুপ হয়ে থাকে শব্দহীনভাবে। জীবনের ক্ষুদ্র থেকে বৃহত্তর অনুষ্ঠান পর্যন্ত শব্দের গুরুত্ব তিনি প্রদর্শন করেছেন পতিতালয়ের যৌন কর্মীর আচরণের উদাহরণ দিয়ে। কলকাতার মিডিয়া ব্যক্তিত্ব রিক ভরদ্বাজের একটি ফেসবুক পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে এর সংলাপ এবং চিত্রনাট্য করেছেন জুলফিকার জাহেদী নিজেই। আদ্রিয়ান ফিল্মস প্রডাকশন প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শিশির আহমেদ, তানিন সুবহা, জান্নাত সানাই, আশরাফ কবির, আসমা শিউলি, অনামিকা যূথী প্রমুখ। একটি বিশেষ চরিত্রে নির্মাতা জুলফিকার জাহেদীকেও দেখা যাবে। এরই মধ্যে চলচ্চিত্রটি ক্রাউন উড, পর্তুগালের লিসবন মান্থলি চলচ্চিত্র উৎসব, লাতিন আমেরিকা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালে অংশ নিয়েছে এবং অর্জন করেছেন সম্মাননা। গল্পের প্রয়োজনে একটি থিম সং রয়েছে। গানটির সুর ও সংগীতায়োজনে ছিলেন অভিষেক ব্যানার্জি, গেয়েছেন স্নেহালিনা চক্রবর্তি।

জুলফিকার জাহেদী আরো বলেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মাধ্যমে প্রত্যেক শ্রোতা একটি সামাজিক বক্তব্য পাবে যার নাম ‘শব্দ’। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন চলচ্চিত্র ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ‘দ্য সাউন্ড’। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ থেকে আমরা আটটি ভিন্ন ক্যাটাগরিতে বিজয় অর্জন করেছি। আর সাতটিতে অফিশিয়াল সিলেকশন পেয়েছি। তিনি মনে করেন, তার এ ব্যতিক্রমী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার প্রশংসা কুড়িয়ে সাফল্য বয়ে আনার সঙ্গে সঙ্গে সবাইকে ভাবিয়ে তুলবে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *