অনুশীলন করে হাতে ফোসকা পড়লো ইমরুলের

মাঠে ব্যক্তিগত অনুশীলনে ফিরলেন ইমরুল কায়েসও। আর ইমরুল জানালেন, দীর্ঘ চার মাস পর ব্যাটিং করে হাতে ফোসকা পড়ে গেছে তার। গতকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরান ইমরুল কায়েস। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘শুনেছি ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ইমরুলের হাতে ফোসকা পড়েছে। তবে সে কর্তব্যরত মেডিক্যাল টিম কিংবা আমাকে ব্যাপারটা জানায়নি। হয়তো বড় সমস্যা নয়, তাই জানায়নি।’
রোববার দেশের ভিন্ন তিন ভেন্যুতে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। মিরপুরে প্রথমদিন ব্যক্তিগত অনুশীলন সারেন মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। আর গতকাল নির্ধারিত সময়ে সকাল ১০টায় শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন ইমরুল কায়েস।
শুরুতে আধা ঘণ্টার মতো জিম করে ইনডোরে যান ইমরুল। ইনডোরের নেটে ৪৫ মিনিট ব্যাটিং করে আবারও জিমে ঘাম ঝরান তিনি। আর অনুশীলন শেষে ইমরুল কায়েস বলেন, ‘প্রথম দিনটা ভালোই গেছে। কিন্তু হাতে ফোসকা পড়ে গেছে। তিন-চার মাস পর ব্যাটিং করলাম, কিন্তু বেশিক্ষণ করতে পারলাম না। হাতে ফোসকা পড়ে যাওয়াও দুই একদিন পর হয়তো ব্যাটিং করতে হবে। তবে অবস্থা ভালো হলে কালও করবো ব্যাটিং, দেখা যাক। খুব বেশি ফোসকা না পড়লেও হাতে ব্যথা লাগছিল। এ কারণে আর করিনি।’
দীঘ বিরতিতে মাঠের অনুশীলনে ফিরে ইমরুল কায়েস বলেন, ‘মানিয়ে নিতে অবশ্যই সময় লাগবে। এটা স্বাভাবিক ব্যাপার । বডি মুভমেন্ট, ফুটওয়ার্ক, এসব ঠিক হতে সময় লাগে। এক সপ্তাহ অনুশীলন না করলেই বল দেখতে সমস্যা হয়। সেখানে চার মাস কিছু করিনি। এটা তো অবশ্যই সমস্যা।’
তবে অনুশীলনে ফিরে স্বস্তিতে ইমরুল কায়েস। বাঁহাতি এ টপঅর্ডার ব্যাটসম্যান বলেন, ‘প্রায় চার মাস পর আসলে ব্যাট ধরলাম, ব্যাটিং করলাম। ভিন্ন অনুভূতি। খুব ভালো লাগছে। যদিও বাসায় আমরা ওয়ার্কআউট করেছি, রানিং বা জিম করেছি। কিন্তু ব্যাটিং করার অভ্যাস ছিল না। আশা করি এই সুযোগটা কাজে লাগাতে পারবো। কারণ এখন একটা বিরতি আছে তাতে আমাদের স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করতে পারবো। যদি আমরা সময়টা কাজে লাগাতে পারি তাহলে স্কিল ও ফিটনেসের দিক দিয়ে আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারবো।’
গতকাল মুশফিকুর রহীম ও শফিউল ইসলামের অনুশীলন ছিল না। তবে দ্বিতীয় দিনের অনুশীলন সারেন মোহাম্মদ মিঠুন। বৃষ্টির কারণে তিনিও রানিং করতে পারেননি। মাঠে পৌঁছে শুরুতে আধা ঘণ্টার মতো ব্যাটিং করেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। এরপর প্রায় ৪০ মিনিটের মতো জিম করে অনুশীলন শেষ করেন মিঠুন। ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা যে ভালো নয়, প্রথম দিনের অনুশীলনেই তা বোঝা গেছে। ৩০ মিনিট রানিং করে একাডেমি মাঠের এক কোণে গিয়ে বসে পড়েন শফিউল। দৌড়ে হাঁপিয়ে ওঠেন মুশফিক, হাঁটুতে দুই হাতে ভর দিয়ে কিছুক্ষণ উপুর হয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর হাত পা ছড়িয়ে মাঠে শুয়ে থাকেন ১৫ মিনিটের মতো। দ্বিতীয় দিন ইমরুল জানালেন হাতে ফোসকা পড়ার কথা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *