৩০ বছর অর্থ জমিয়ে সৌদি নারীর মসজিদ নির্মাণ

দীর্ঘ তিন দশকের জমানো অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করেছেন একজন সৌদি নারী। সম্প্রতি মসজিদ নির্মাণ শেষে ওই নারী মসজিদে প্রবেশ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। কালের কণ্ঠ

সৌদি আরবের একজন নারী দীর্ঘ ৩০ বছর যাবত মৃত স্বামীর পেনশন বাবদ প্রাপ্ত অর্থ জমা করতে থাকেন। এ অর্থ দিয়ে নিজের দীর্ঘ দিনের লালিত মসজিদ নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করবেন তিনি।

মুহাম্মাদ আল হারবি নির্মিত মসজিদের মিম্বারের সামনে তাঁর মায়ের দাড়িয়ে থাকার আবেঘন মুহূর্তের ছবি প্রকাশ করেন। বাবার অবসর গ্রহণের পর থেকে প্রাপ্ত পেনশন বাবদ প্রাপ্ত পুরো অর্থ ৩০ বছর যাবত জমিয়ে মসজিদ নির্মাণের দীর্ঘ পরিশ্রমের কথাও তিনি বর্ণনা করেন। অবশেষে বাবার নামে তৈরি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়।
[১] অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই, দেশ হারালো ১২৮ চিকিৎসক ≣ [১] দুর্গাপুরে ৫৬ মন্ডপে চলছে দূর্গাপূজার প্রস্তুতি ≣ [১] প্রতিবন্ধী ভাতার তালিকায় ইতালি, আমেরিকা ও লন্ডনের ৯ প্রবাসী

এমন অভিনব আকাঙ্ক্ষাকে মৃত বাবার জন্য মায়ের শ্রদ্ধা নিবেদনের অনন্য নিদর্শন বলে জানান আল হারবি। তাছাড়া সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে আপনজনের প্রতি শ্রদ্ধা নিবেদন করায় ওই মহীয়সী নারীর প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাও বৃদ্ধি পায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *