‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’র ফজিলত

‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’- অর্থাৎ ‘আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই; কোনো ক্ষমতা বা শক্তি নেই।’ (বুখারি)

এটি একটি দোয়া যা আমল করলে অসংখ্য সওয়াবের কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এটি নিয়মিত পাঠ করলে জান্নাতের ধন ভাণ্ডার অর্জিত হয় বলে জানা যায়।

আবু জার (রা.) থেকে বর্ণিত : তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের একটির সন্ধান দিবো না? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেন, ‘‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’’।
[১]আল্লাহ শিগগিরই এই যুদ্ধ থেকে বাইরে নিয়ে আসবেন: মিমি ≣ [১] বিপাকে কাঁচাপাট ও সুতা রপ্তানিকারকরা ≣ [১] ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা মারা গেছেন

হাযিম ইবনে হারমালা (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন : হে হাযিম! তুমি অধিক সংখ্যায় ‘‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’’ বাক্যটি পড়ো। কেননা তা হলো জান্নাতের গুপ্তধন।

সাফওয়ান ইবনু সুলাইম বলেছেন, কোন ফেরেশতাই “লা- হাওলা ওয়ালা কু-ওয়াতা ইল্লা বিল্লাহ” পাঠ না করে ঊর্ধ্বাকাশের দিকে গমন করেন না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *