২৫০ শয্যার চসিক আইসোলেশন সেন্টার উদ্বোধন আজ

চট্টগ্রাম নগরের হালিশহরের সিটি কনভেনশন সেন্টারে মৃদু উপসর্গের করোনা রোগীদের জন্য প্রস্তুত ২৫০ শয্যার আইসোলেশন কেন্দ্র। সীকম গ্রুপের অত্যাধুনিক সেন্টারটি দ্রুতগতিতে করোনা চিকিৎসার উপযোগী করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বেলা সাড়ে ৩টায় চসিকের এ আইসোলেশন কেন্দ্রের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সিটি করপোরেশনের তথ্যমতে, শয্যা, মেট্রেস, বিছানার চাদর, বালিশ, ঝুড়ি, গামলা ইত্যাদি সাজানো হয়ে গেছে। প্রতি আসনের সঙ্গে ওষুধপত্র রাখার ছোট্ট বাক্স দেয়া হয়েছে। ৫০টি নতুন অক্সিজেন সিলিন্ডারসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। টুকিটাকি কাজ চলছে বিশেষায়িত এ চিকিৎসালয়ের।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, শনিবার তথ্যমন্ত্রী মহোদয় চসিক আইসোলেশন সেন্টার উদ্বোধন করবেন। আনুষঙ্গিক টুকিটাকি কিছু কাজ শেষে রোগী ভর্তি করা হবে কয়েক দিন পর থেকে।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, কম ও মৃদু উপসর্গ আছে এমন রোগীদের চসিকের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হবে। কারো যদি আইসিইউ সাপোর্ট দরকার হয় তবে অন্য সরকারি-বেসরকারি হাসপাতালে রেফার করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *