২০২২ সালে বিশ্বে বেকারের সংখ্যা হতে পারে ২০ কোটি ৭০ লাখ: আইএলও

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিবেদনে জানায়, করোনার প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালের বেকারের সংখ্যার সঙ্গে আরো ২ কোটি ১০ লাখ বেকার যোগ হবে। অর্থনীতি পুনরুদ্ধারে ধীরগতি ও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে বিশ্বে বেকারের সংখ্যা বাড়ছে। আল জাজিরা

[৩] সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিবিধির ওপর ভিত্তি করে আইএলও এর আশঙ্কা প্রকাশ করেছে, ২০২২ সালে বিশ্বের মোট কর্মঘণ্টা করোনা মহামারির আগের তুলনায় প্রায় ২ শতাংশ কমবে। ২০২১ সালের জুনে আইএলও এর একটি প্রতিবেদনে যা অনুমান করা হয়েছিল এ প্রতিবেদনে সে তুলনায় অবস্থার আরও অবনতি হয়েছে।

[৪] প্রতিবেদনে বৈশ্বিক বেকারত্বের হার ২০২২ সালে ৫.৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করা হয়েছে। এটা গত বছরের তুলনায় ৬.২ শতাংশ বেশি।

[৫] আইএলও মহাপরিচালক গাই রাইডার বলেন, এই সংকট থেকে পুনরুদ্ধারের পথ ধীর এবং অনিশ্চিত। বিস্তৃত শ্রমবাজারের পুনরুদ্ধার ছাড়া এই মহামারি থেকে প্রকৃতপক্ষে পুনরুদ্ধার সম্ভব হবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *