২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে আরেক ধাপ এগোলো শিক্ষা বোর্ডগুলো। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এই পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস চূড়ান্ত করা হয়। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চ্যানেল ২৪।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কলেজ অধ্যক্ষর অনুমতি নিয়ে বোর্ড থেকে পরীক্ষার জন্য প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র সংগ্রহ করবেন। আর প্রতিটি পরীক্ষার পর উত্তরপত্র ও ওএমআর শিটের পরীক্ষার্থীর অংশ বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক বরারব পাঠাবেন।

[৪] এসব উত্তরপত্র ও ওএমআর শিট পরীক্ষার দিন সন্ধ্যা ৭টার মধ্যে পাঠাতে হবে। এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেন প্রায় সাড়ে ১৩ লাখ শিক্ষার্থী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *