হোসেনপুরে ভুট্টার ফলন ও দামে খুশি চাষীরা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জায়গায় ভুট্টার ফলন ভালো হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার উৎপাদন খরচ কম থাকায় বেড়েছে ভুট্টার চাষ। বাজারে বেশি দামে বিক্রি করতে পেরে চাষীদের মুখে হাসি ফুটেছে।

[৩] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,রবি মৌসুমে উপজেলায় চরাঞ্চল ও ৬ টি ইউনিয়নে একশো সাত হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। দেশে অনুকূল আবহাওয়া থাকায় ভুট্টার ফলন ও হয়েছে অধিক।

[৪] সরেজমিনে দেখা যায় ,উপজেলার রামপুর, শাহেদল, চরপুমদীসহ বিভিন্ন গ্রামে চাষিরা ভুট্টা ক্ষেতে পরিচর্যা নিয়ে ব্যস্ত। এ সময় ভুট্টা চাষী নেকবর আলী, হুমায়ুন,কাজলসহ অনেকেই জানান, প্রাকৃতিক কোন বিপর্যয় না হলে এ বছর ভুট্টার অধিক ফলন হবে এবং বাজারে ভুট্টার দাম অনেক বেশি।
[১] আর্সেনালকে হারাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড, ড্রতেই স্বস্তি ≣ [১] রাজবাড়ীতে তিন মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার ≣ [১] ফেনসিডিলসহ আটক উপ-সচিবের কারাগারে আত্মহত্যার চেষ্টা

[৫] তাই অন্যান্য ফসলের ক্ষতি পুষিয়ে আনা সম্ভব হবে ও বলে জানান তারা।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরুল কায়েস জানান, রবি মৌসুমে উপজেলায় এন কে ৪০ পাইওনিয়ার, টাইটান, সুপার নাইন জাতের ভুট্টা আবাদ হয়েছে।

[৬] তবে ভুট্টা চাষীদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করে বিভিন্ন রোগবালাই থেকে ভুট্টাক্ষেতকে রক্ষা করলে অধিক ফলন পাওয়া যাবে বলে জানান তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *