স্পষ্টতই ভারতের হিন্দুত্ববাদী আদর্শের ফল : কোরেশি

বিতর্কিত জম্মু-কাশ্মীরের লাদাখ অঞ্চলে ভারত ও চীনের মধ্যে মুখোমুখি অবস্থানে পাকিস্তান তার দীর্ঘদিনের মিত্র বেইজিংকে সমর্থন দিয়েছে।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বিবৃতিতে বলেন, আলোচনার মাধ্যমে শান্তিপ‚র্ণভাবে সীমান্তবিরোধ নিষ্পত্তির জন্য চীন আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু ভারতের একই মনোভাব ছিলো না। তারা বিতর্কিত অঞ্চলে নির্মাণ অব্যাহত রাখে, যা রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ায়। সোমবার রাতে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়। ১৯৭৫ সালের পর দুই দেশের মধ্যে সীমান্তে এটাই সবচেয়ে গুরুতর সংঘর্ষ। এই ঘটনা ভারতের জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্র নীতি নিয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রতিবেশী নেপালের সঙ্গে সীমান্ত বিরোধ ও বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে বাংলাদেশে ক্ষোভের কারণে ইতোমধ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আছেন মোদি। কোরেশি জোর দিয়ে বলেন, এটা অস্বাভাবিক পরিস্থিতি। বহু দশক পর এ ধরনের রক্তক্ষয়ী সংঘাত দেখা গেলো। আনাদোলু এজেন্সি, এসএএম।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *