স্কুল ফুটবলে সেরা বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল

জাতীয় স্কুল ফুটবলের শিরোপা জিতেছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল। গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে বাগেরহাটের স্কুলটি ৪-০ গোলে ফেনীর ছাগলনাইয়া পাইলট হাইস্কুলকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জিতে নেয়। দুই অর্ধে দু’টি করে গোল করেছে বাগেরহাট। হাসান, রমজার শেখ, তামিম হোসেন ও মিরাজুলের গোলে উড়ে যায় ফেনীর স্কুলটি। চ্যাম্পিয়ন হয়ে তারা পুরস্কার পেয়েছে ট্রফি ও ১ লাখ টাকা। রানার্সআপ দল পেয়েছে ট্রফি ও ৫০ হাজার টাকা। সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরা হয়েছেন রানার্সআপ ছাগলনাইয়া পাইলট স্কুলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর, ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন বাগেরহাট কলেজিয়েট স্কুলের হাসান হাওলাদার ও সেরা গোলরক্ষক একই দলের হবিবুর রহমান। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সদস্য বিজন বড়ুয়া, জাকির হোসেন চৌধুরী, নুরুল ইসলাম (নুরু), সত্যজিৎ দাশ রূপু, মাহফুজা আক্তার কিরণ, মহিদুর রহমান মিরাজ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *