সুন্দরগঞ্জে মামলা দিয়ে মামলা ধামাচাপার অভিযোগে সাংবাদিক সম্মেলন

ক্বারী মোঃ আবু জায়েদ খাঁন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ উপজেলায একটি সত্য ঘটনার আলোকে করা মামলা ধামাচাপা দিতে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বাদী শহিদুল ইসলাম।
রবিবার সাংবাদিক কল্যাণ পরিষদ কার্যালযয়ে শহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন,পশ্চিম বাছহাটি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আফছার আলী(৪৫) আমার প্রতিবেশি। দীর্ঘদিন থেকে তার সাথে বসতভিটা নিয়ে আমার বিরোধ চলে আসছে। সে কারণে আফছার আলীসহ তার লোকজন আমি ও আমার পরিবারের ক্ষতি সাধনের পায়তারা করে আসছে। এরই এক পর্যায়ে গত ০৮/০৭/২০২০ ইং তারিখে আফছার আলী ও তার লোকজন পূর্ব-পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে অনাধিকার প্রবেশের মাধ্যমে বসতবাড়ির বাউন্ডারির টিনের বেড়া ভাংচুর করে। তখন আমি ও আমার পরিবার বাধা দিতে এলে আমাদেরকে এলোপাতাড়িভাবে মারপিট করে। এতে আমি ও আমার পরিবারের লোকজন গুরুত্বর আহত হয়। পরে লোকজন এসে আমাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে আমার মা রহিমা বেগম(৮৫) ও আমার বড় ভাই রফিকুল ইসলাম (৪৫) এর অবস্থার অবনতি হলে ১০/০৭/২০২০ ইং তারিখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তারা সেখানে বর্তমানে আশঙ্কাজনক ভাবে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে ওইদিনেই আমি থানায় একটি মামলা করি। যা তদন্তাধীন রয়েছে। মামলা নং ২০/২৯৮। যখন আমার মা ও ভাই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তখন তাদেরকেসহ ১৫ জনকে আসামি করে প্রতারক আফছার আলী ১৩/০৭/২০২০ ইং তারিখে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। পরে এসআই কামরুজ্জামানের সাথে যোগসাজস করে আমার মামা মঞ্জু ও রঞ্জু প্রামাণিককে ধরে নিয়ে যায়। বর্তমানে তারা জামিনে মুক্ত আছেন। তাই আমার মামলা ধামাচাপা দিতে মিথ্যা ও হয়রানি মুলক মামলা করায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এতে আমরা ও এলাকাবাসী মর্মাহত। পরিশেষে শহিদুল এর প্রতিকার ও সুবিচার চেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *