সুন্দরগঞ্জে মাদক, গরুচোর চার জনের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর এলাকাবাসির অভিযোগ

ক্বারি মো: আবু জায়েদ খান সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি।
দ্বায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে সুন্দরগঞ্জ উপজেলা বেলকা ইউনিয়নে চর অঞ্চল জিগাবাড়ী গ্রামের শুকুর আলীর, ইসমাইল হোসেন, সৈয়দ আলীর সহ পাঁচটি গরু গত ১৭/০৪/২০২০ ইং তারিখ কুখ্যাত গরু চোর ও মাদক ব্যবসার সহিত জড়িত বেকরির চর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে নয়া মিয়া, দক্ষিন বিরহিম গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে মোন্তাজ আলী, জিগাবাড়ী গ্রামের আব¦াস মোন্ডলের ছেলে শাহিবুল আলম মন্ডল ও কাদের মুনসির ছেলে বেলাল উদ্দিন এদের বিরুদ্ধে এলাকা বাসির গণস্বাক্ষর। স্বাক্ষরিত অভিযোগ গত ০৬/০৯/২০২০ইং তারিখে গাইবান্ধা পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রেরণ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে চোরাইকৃত পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু চোরেরা বাহির করিয়া দেয়। এলাকায় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ লইয়া স্থানীয়ভাবে শালিসে অভিযুক্তকারীগণ গরু চুরির বিষয় স্বীকার করিয়া বাকি তিনটি গরু কুড়িগ্রাম জেলা উলিপুর থানাধীন উলিপুর হাটে বিক্রয় করিয়াছে বলে স্বীকার করে এবং বিক্রিত গরুর সমুদয় টাকা ফেরত প্রদান করিবে মর্মে স্বীকার করে। অভিযোগকারীগণ চোরাইকৃত গরুর টাকা ফেরত না পাওয়ায় অবশেষে নিরুপায় হয়ে এলাকাবাসি গরু চোর ও মাদক ব্যাবসায়ীর বিরদ্ধে সুষ্ঠ তদন্ত সহ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে অভিযোগ করে। উল্লেখ্যে শাহিবুল আলম মন্ডল কুড়িগ্রাম এর নাগেশ^রী থানায় মাদক মামলার এফআইআর নং-১৩, জিআর নং/১১০/২০ তা-২২ মে.২০২০ইং ধার ৩৬(১) এর ১৯(খ)/৪১ মাদকদ্রব্য আইন, ২০১৮ মামলায় অভিযোগ পত্রে অভিযুক্ত তদন্তে প্রাপ্ত ও একই গ্রামের বেলাল উদ্দিনের বিরুদ্ধে উক্ত থানায় মামলায় অভিযুক্ত রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *