সুন্দরগঞ্জে বিএস কোয়ার্টার উদ্ধার করে কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন

ক্বারী মোঃ আবু জায়েদ খাঁন, সুন্দরগঞ্জ, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধ দখলে থাকা বিএস কোয়ার্টারটি ১১ বছর পর উদ্ধার করে কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৮ শতক জমিতে ওই ইউনিয়নে কর্মরত ব্লক সুপারভাইজারদের পরিবারসহ থাকা ও কৃষকদের পরামর্শ প্রদানের জন্য ১৯৮৯ সালের দিকে একটি বিএস কোয়ার্টার নির্মাণ করা হয়। ২০১০ সালে স্থানীয় বেকার যুবক রাশেদ খান মেনন কোন উপার্জনের পথ না পেয়ে ওই বিএস কোয়ার্টার দখলে নিয়ে ‘চন্ডিপুর নতুন কুঁড়ি রেসিডেন্সিয়াল স্কুল’ নামে একটি প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের পাঠদানসহ স্কুল পরিচালনা করতে থাকেন। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান অবৈধভাবে দখলে থাকা বিএস কোয়ার্টারটি দখল মুক্ত করে সেখানে ওই এলাকার কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য একটি ‘কৃষক পরামর্শ কেন্দ্র’ স্থাপন করেন। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা ই মাহমুদ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. ফুল মিয়াসহ আরও অনেকে। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা ই মাহমুদ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় প্রায় ১১ বছর পর বিএস কোয়ার্টারটি দখল মুক্ত করে সেখানে একটি ‘কৃষি পরামর্শ কেন্দ্র’ চালু করা হয়েছে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *