কোভিড বিস্তার রোধে মসজিদে নববীতে সাময়িক নিষিদ্ধ শিশুদের প্রবেশ

ইসমাঈল আযহার: [২] করোনার সংক্রমণ ও বিস্তার রোধে শিশুদের জন্য মসজিদে নববী ও সামনের চত্বরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) মসজিদ প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে। সেই সঙ্গে মসজিদে নববীতে যাদের প্রবেশের অনুমতি রয়েছে, তারা পানি ছাড়া খাবার জাতীয় কোনো কিছু নিজেদের সঙ্গে নিতে পারবেন না। জিও নিউজ

[৩] এদিকে মসজিদে নববীসহ সৌদি আরবের অন্যান্য শহরের মসজিদগুলোতে ৩১ মে থেকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা হলেও মক্কার মসজিদে হারামকে সাধারণ মুসল্লিদের জন্য এখনও উন্মুক্ত করা হয়নি।

[৪] এমনকি অনুমতিপ্রাপ্ত ১০ হাজার হজযাত্রী ছাড়া অন্য কেউ মসজিদে হারাম এবং মাশায়েরে মুকাদ্দাসা বা মিনা,মুজদালিফা এবং আরাফার পথ দিয়ে গাড়িতে বা হেঁটে যাতায়াত করতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এ নির্দেশনা অমান্য করলে গুনতে হবে ১০ হাজার সৌদি রিয়াল।
কলেরা আর করোনা কথা ≣ চট্টগ্রাম সিটি ভোট নিয়ে ইসির বৈঠক বৃহস্পতিবার, হতে পারে তফসিল ঘোষণা ≣ [১] যশোর জেলার নতুন ৩২ টি করোনা পজেটিভ শনাক্ত

[৫] দেশটিতে ৩১ মে লকডাউন শিথিল করা হলেও বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ও বিস্তার রোধে কার্যকরী নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। তারই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৯০ হাজার মসজিদে জীবাণুনাশক স্প্রে বিতরণ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *