সুদানকে অর্থসহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাংকে সুদানের বকেয়া পরিশোধে ১১৫ কোটি ডলার অর্থসহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুদানের সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি টেকসই ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও সহায়ক হবে। খবর আনাদোলু এজেন্সি।

গত শুক্রবার রাজস্ব বিভাগের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সুদানের সিভিলিয়ান লিড ট্রানজিশনাল গভর্নমেন্টের (সিএলটিজি) সংস্কারের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রশংসা করেছে। এটি দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা, ঋণ মওকুফসহ নাগরিকদের অর্থনৈতিক সম্ভাবনা উন্নত করবে।

এর আগে বিশ্বব্যাংকে সুদানের বকেয়া পরিশোধসংক্রান্ত বিষয়ে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও সুদানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *