সাশ্রয়ী ভেন্টিলেটর আনল ফিটবিট

বিশ্বজুড়ে কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ব্যবহূত ভেন্টিলেটরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র) সংকট দেখা দিয়েছে। যে কারণে অত্যাবশ্যকীয় এ চিকিৎসা সরঞ্জাম তুলনামূলক কম দামে সরবরাহে কাজ শুরু করেছে অ্যাপলসহ বেশকিছু প্রযুক্তি প্রতিষ্ঠান। এবার সে তালিকায় যুক্ত হয়েছে পরিধেয় প্রযুক্তি পণ্য নির্মাতা ফিটবিট। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

গত বৃহস্পতিবার ফিটবিটের পক্ষ থেকে দাবি করা হয়, অত্যন্ত সাশ্রয়ী ও ভালো মানের সহজে ব্যবহার উপযোগী কভিড-১৯ আক্রান্তদের জরুরি চিকিৎসা সরঞ্জাম ভেন্টিলেটর বানিয়েছে তারা। আর তাদের ভেন্টিলেটরের নাম বলা হচ্ছে ‘ফিটবিট ফ্লো’, যা এরই মধ্যে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন (ইইউএ) পেয়েছে।

ফিটবিটের দাবি, ফিটবিট ফ্লো যাতে সহজে ব্যবহার করা যায়, সে বিষয়টিতে সর্বোচ্চ জোর দেয়া হয়েছে। সাধারণত বাণিজ্যিক ভেন্টিলেটর ব্যবহার করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর দরকার হয়। ফিটবিট ফ্লো যে কোনো স্বাস্থ্যসেবা কর্মী ব্যবহার করতে পারবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *