সমালোচনার মুখে এনক্রিপটেড মেইল প্রোটনমেইল

সুইস পুলিশের কাছে এক পরিবেশকর্মীর আইপি অ্যাড্রেস হস্তান্তর করেছে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা দেয়ার দাবিদার মেইল সেবা প্রতিষ্ঠান প্রোটনমেইল। এ নিয়ে বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে পড়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি। ফ্রান্স কর্তৃপক্ষ ইউরোপুলের মাধ্যমে সুইজারল্যান্ড সরকারের কাছে আবেদন করেছিল। সুইজারল্যান্ডের আইন মেনে চলার বাধ্যবাধকতার কারণে ওই পরিবেশকর্মীর আইপি অ্যাড্রেস শেয়ার করেছিল প্রোটনমেইল। খবর টেকক্রাঞ্চ।

প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি ইয়েন গতকাল এক ব্লগ পোস্টে জানান, আমরা এটা স্পষ্ট করছি যে আমাদের কোম্পানি স্থানীয় আইন মেনে চলেছে। আমরা সুইস কর্তৃপক্ষের একটি অনুরোধ পেয়েছে যা মানতে আইনত বাধ্য।

এন্ড টু এন্ড এনক্রিপটেড মেইল হওয়ার কারণে ওই পরিবেশকর্মীর মেইল অন্য কেউ পড়তে না পারলেও প্রোটনমেইল নিয়ে ব্যবহারকারীদের আস্থায় চিড় ধরেছে। প্রোটনের নিজস্ব স্বচ্ছতা প্রতিবেদনে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে সুইস সরকারের কাছ থেকে আশঙ্কাজনক হারে অনুরোধ আসছে। শুধু ২০২০ সালেই ব্যবহারকারীদের তথ্য চেয়ে ৩ হাজার ৫৭২টি আদেশ এসেছে। এর আগের বছরের তুলনায় যা দ্বিগুণ বেড়েছে। এর মধ্যে ৭৫০টি আদেশ নিয়ে লড়াই করেছে কিন্তু ৩ হাজার ১৭টি অনুরোধে সাড়া দিয়ে ব্যবহারকারী তথ্য শেয়ার করেছে প্রোটনমেইল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *