সবজি রফতানি বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে প্রায় ১০০টির মতো সবজি চাষ হয়ে থাকে। ২০২০-২১ অর্থবছরে ৯ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে ১ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টন সবজি উৎপাদন হয়েছে। দেশে সবজি রফতানির সম্ভাবনা অনেক। রফতানি বাড়াতে আমরা কাজ করছি। অচিরেই সবজি রফতানি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎসে পরিণত হবে।

‘জাতীয় সবজি মেলা ২০২২’-এর উদ্বোধন ও ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। গতকাল বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *