শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সপ্তাহে একদিন ক্লাস

১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলেও নিয়মিত ক্লাস শুরু হতে দেরি হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর আপাতত শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসের সুযোগ পাবেন। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিক চাপে রয়েছেন। শিক্ষা খাতের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন, অফলাইন ও টেলিভিশনে শিক্ষা কার্যক্রম চালু রাখার

চেষ্টা চলছে।

শিক্ষা উপমন্ত্রী বলেন, সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখতে সরকার সচেষ্ট। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীর ঘোষিত তারিখ থেকে শিক্ষা কার্যক্রম শুরুর ব্যাপারে আমরা আশাবাদী। তবে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে সরাসরি ক্লাস শুরু হলেও আপাতত সপ্তাহে একদিন ক্লাস নেয়া হবে। পরিস্থিতি বিবেচনায় পরে এ ব্যাপারে পরিকল্পনা বদল করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *