লেভানডফস্কির জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন

রবার্ট লেভানডফস্কির একক নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো বায়ার্ন মিউনিখ। সোমবার রাতে মিশরের দল আল আহলিকে ২-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা।
কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বায়ার্ন। সাফল্য পেতেও বেশি সময় নেয়নি তারা। ম্যাচের সপ্তদশ মিনিটে লেভানডফস্কির গোলে এগিয়ে যায় ২০১৩ আসরের চ্যাম্পিয়নরা। সের্গে জিনাব্রির পাসে ছয় গজ বক্সের সামনে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই পলিশ স্ট্রাইকার।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পায় মিউনিখ। কিন্তু আল আহলির গোলরক্ষক মোহাম্মদ এল শেনাউয়ির নৈপুণ্যে ম্যাচের ব্যবধান বাড়েনি।
৭০তম মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বদলি হিসেবে নামা কোরোঁতাঁ তোলিসো। ভালো জায়গায় বল পেয়ে উড়িয়ে মারেন এই খেলোয়াড়।
ম্যাচের ৮৫তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লেভানডফস্কি। লেরয় সানের ক্রসে হেডে বল জালে পাঠান চলতি বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা।
এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী ১১ই ফেব্রুয়ারি ফাইনালে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
রোববার প্রথম সেমি-ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে তাইগ্রেস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *