লিথিয়ামের জন্য আফগানিস্তানে তৎপরতা বাড়াচ্ছে চীন

বিশ্ব যখন রাশিয়া-ইউক্রেন সংকটের দিকে মনোনিবেশ করে আছে, ঠিক তখন যুদ্ধ-বিধ্বস্ত দেশ আফগানিস্তানের অব্যবহৃত খনিজ সম্পদ ‘লিথিয়ামের’ ওপর নজর রাখছে চীন। সংবাদমাধ্যম জিনিউজ-৫ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

আরিয়ানা নিউজের বরাত দিয়ে হংকং পোস্ট জানিয়েছে, গত বছর নভেম্বরে পাঁচজন চীনা ব্যবসায়ীকে বিশেষ ভিসা দিয়েছিলো আফগানিস্তান। যারা সম্ভাব্য লিথিয়াম প্রকল্পগুলো পরিদর্শন করেন।

বছরের পর বছর রাজনৈতিক অস্থিরতা এবং অবকাঠামোর অভাবের কারণে এতদিন সেগুলো উত্তোলন করা না গেলেও এবার সেগুলো উত্তোলনে উঠেপড়ে লেগেছে বেইজিং।

দ্য হংকং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক দশকেরও বেশি আগে আফগানিস্তানের আয়নাক অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম তামার খনির উত্তোলনের দায়িত্ব পেয়েছিলো চীন। কিন্তু এতদিনেও তারা কার্যক্রম শুরু করেনি।

এদিকে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসমাতুল্লাহ বুরহান বলেন, আফগানিস্তানের ইসলামিক এমিরেট (আইইএ) নেতৃত্ব ‘মেস আইনাক তামা প্রকল্পে’র চুক্তি পর্যালোচনা করেছেন, শিগগিরই সেখানে কার্যক্রম শুরু হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *