রোনালদোকে ছাপিয়ে যাওয়া নয়, আমার লক্ষ্য নিজের উন্নতি : মেসি

এক যুগেরও বেশি সময় ধরে অর্জনের তালিকায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে। তবে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় দুজনের মধ্যে প্রতিযোগিতা নিয়ে ভাবেন না আর্জেন্টাইন তারকা। বললেন, অন্যরা কী করছে সেটা নিয়ে না ভেবে তার মূল লক্ষ্য কেবলই নিজের উন্নতি করা।

[৩] ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে রোনালদো যোগ দেওয়ার পর থেকেই মূলত জমে ওঠে তার সঙ্গে মেসির দ্বৈরথ। গোলসংখ্যা, বর্ষসেরার খেতাব বা দলগত অর্জন, সব জায়গাতেই এই দুজনের প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রায় সমানে সমান। একজন একটা রেকর্ড গড়েন তো আরেকজন সেটা ভেঙে দেন।

[৪] সময়ের পরিক্রমায় দুজনই লা লিগা ছেড়েছেন। ২০১৮ সালে রিয়াল ছাড়ার পর জুভেন্টাস ঘুরে রোনালদো এখন আছেন ম্যানচেষ্টার ইউনাইটেডে। অন্যদিকে, গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেন মেসি।

[৫] দুজনের অর্জনের খাতায়ও এসেছে বেশ কিছু পরিবর্তন। সদ্যই রেকর্ড সপ্তমবারের মতো বর্ষসেরা ফুটবলার হওয়া মেসির চেয়ে পুরষ্কারটি দুইবার কম জিতেছেন রোনালদো। অন্যদিকে, চলতি বছরই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি অফিসিয়ালি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা। এক যুগেরও বেশি সময় ধরে অর্জনের তালিকায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে। তবে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় দুজনের মধ্যে প্রতিযোগিতা নিয়ে ভাবেন না আর্জেন্টাইন তারকা। বললেন, অন্যরা কী করছে সেটা নিয়ে না ভেবে তার মূল লক্ষ্য কেবলই নিজের উন্নতি করা।

[৩] ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে রোনালদো যোগ দেওয়ার পর থেকেই মূলত জমে ওঠে তার সঙ্গে মেসির দ্বৈরথ। গোলসংখ্যা, বর্ষসেরার খেতাব বা দলগত অর্জন, সব জায়গাতেই এই দুজনের প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রায় সমানে সমান। একজন একটা রেকর্ড গড়েন তো আরেকজন সেটা ভেঙে দেন।

[৪] সময়ের পরিক্রমায় দুজনই লা লিগা ছেড়েছেন। ২০১৮ সালে রিয়াল ছাড়ার পর জুভেন্টাস ঘুরে রোনালদো এখন আছেন ম্যানচেষ্টার ইউনাইটেডে। অন্যদিকে, গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দেন মেসি।

[৫] দুজনের অর্জনের খাতায়ও এসেছে বেশ কিছু পরিবর্তন। সদ্যই রেকর্ড সপ্তমবারের মতো বর্ষসেরা ফুটবলার হওয়া মেসির চেয়ে পুরষ্কারটি দুইবার কম জিতেছেন রোনালদো। অন্যদিকে, চলতি বছরই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি অফিসিয়ালি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *