এক ঘণ্টায় বিটকয়েনের দর কমল ১০ হাজার ডলার

] ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দর এর আগে ৪২ হাজার থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে ৪৫ হাজার ডলারে উঠেছিল। কিন্তু তারপর লেনদেনের এক ঘন্টার মধ্যে এই ডিজিটাল কয়েনের দর কমে ১০ হাজার ডলার। একদিনে কমে গেছে ১৫ হাজার ডলার। আরটি

[৩] সর্বশেষ বিটকয়েনের দর স্থির রয়েছে ৪৭ হাজার ৫৮০ ডলারে। একদিনে দর হ্রাস পায় ১৬.১৪ শতাংশ। গত ১০ নভেম্বর বিটকয়েনের দর চড়তে চড়তে ৬৯ হাজার ডলারে উঠে যায়।

[৪] গত নভেম্বরে বিটকয়েনের দর ৫৪ হাজার ডলারে নেমে যায়।

[৫] যুক্তরাষ্ট্রে উচ্চ মুদ্রাস্ফীতির জন্যে মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল সিনেট প্যানেলকে ফেডের পক্ষে সম্পদ ক্রয়ের গতি কমানো বিবেচনার তাগিদ দেন এবং এরপরই বিটকয়েনের মূল্য পতন শুরু হয়।

[৬] বিটকয়েনের পাশাপাশি অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দর কমেছে ২০ শতাংশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *