রিয়ালকে ভালোবাসি, কিন্তু ছাড় দেবো না: রামোস

একেই বলে ফুটবল। কিছুদিন আগেও যিনি রিয়াল মাদ্রিদকে রক্ষা করার জন্য প্রাণপণ লড়েছেন মাঠে, সেই সার্জিও রামোসই এখন নামবেন তাদের শত্রু হয়ে। উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ড্রয়ে রামোসের বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রতিপক্ষ যে রিয়াল! রামোসও হুঙ্কার ছুঁড়েছেন, চুল পরিমাণও ছাড় দেবেন না সাবেক ক্লাবকে। বলেছেন, ‘এই গ্রীষ্মে পিএসজি একটা দল, যারা আমার ওপর বাজি ধরেছে। আমি তাদের জন্য মরতেও প্রস্তুত।’

২০০৫-০৬ মৌসুমে সেভিয়া ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখান স্পেনের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার রামোস। ২০২০-২১ মৌসুম পর্যন্ত ৬৭১ ম্যাচ খেলেন লস ব্লাকোদের জার্সিতে। একজন ডিফেন্ডার হয়েও রামোস করেছেন ১০১ গোল। রিয়ালকে জিতিয়েছেন পাঁচটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লীগসহ মোট ২২টি শিরোপা।
কিন্তু এবার প্রিয় ক্লাবের বিরুদ্ধেই নামতে হবে রামোসকে। স্প্যানিয়ার্ড তারকা বলেন, ‘কেউ কি জানে কার কপালে কি আছে? রিয়াল মাদ্রিদের প্রতি আমার ভালোবাসা কতটুকু এ বিষয়ে আপনারা নিশ্চয়ই অবগত। কিন্তু এখন পিএসজিকে রক্ষা করার পালা। আর তাদেরকে পরের রাউন্ডে নিয়ে যেতে যা করা সম্ভব তাই করবো।’

রিয়াল মাদ্রিদ থেকে প্যারিস সেন্ট জার্মেইতে আসার পর চোট সমস্যায় ভুগছেন রামোস। তাছাড়া সাবেক প্রতিপক্ষ লিওনেল মেসি এবং নেইমারের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা এবং নতুন ক্লাবের পরিবেশে মানিয়ে নেয়াটাও রামোসের জন্য চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘এতগুলো বছর রিয়ালে কাটালাম, সেখান থেকে প্যারিসে নতুন ক্লাবে এসে মানিয়ে নেয়া… কয়েকটা মাস তো কঠিনই গেছে।’

১৬ই ফেব্রুয়ারি ঘরের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে পিএসজি। এরপর ১০ই মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে সাবেক সতীর্থদের মুখোমুখি হবেন রামোস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *