রহমতগঞ্জকে হারিয়ে চট্টগ্রাম আবাহনীর টানা দুই

পুলিশ এফসি এবং উত্তর বারিধারার বিপক্ষে প্রত্যাশিত জয় পায়নি চট্টগ্রাম আবাহনী। এই দু’দলের কাছেই পয়েন্ট খোয়ায় মারুফুল হকের দল। এবার আর ‘পচা শামুকে’ পা কাটেনি বন্দর নগরীর দলটির। ব্রাদার্স ইউনিয়নের পর গতকাল রহমতগঞ্জ এমএফএসকে হারিয়েছে চট্টগ্রামের আকাশী-নীলরা। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লীগের একমাত্র ম্যাচে ২-০ গোলে জিতেছে ২০১৬-১৭ মৌসুমের রানার্সআপরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই অর্ধে দুই গোল করেছে চট্টগ্রাম আবাহনী। সপ্তম মিনিটে রাকিব হোসেনের থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ। আগের ম্যাচে ঢাকা মোহামেডানের কাছে হারা রহমতগঞ্জ ঘুরে দাঁড়াতে পারেনি দ্বিতীয়ার্ধেও। ৮৩তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মের ক্রসে ঠিকানা খুঁজে নেন বদলি হিসেবে নামা ফরোয়ার্ড মান্নাফ রাব্বি।
১০ ম্যাচে চতুর্থ জয় পেলো চট্টগ্রাম আবাহনী। ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মারুফুল হকের দল। ৯ ম্যাচে পঞ্চম হার রহমতগঞ্জের। ৮ পয়েন্ট নিয়ে পুরনো ঢাকার দলটি রয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে। ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে দুইয়ে থাকা ঢাকা আবাহনীর সংগ্রহ ২২ পয়েন্ট।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *