যুক্তরাজ্য ও স্পেনে কর্মীদের ছুটির মেয়াদ বাড়াচ্ছে এয়ারবাস

নভেল করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবেলায় যুক্তরাজ্য ও স্পেনে কর্মীদের ছুটির মেয়াদ বৃদ্ধি করতে যাচ্ছে উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস। বর্ধিত এ ‘ফার্লো প্রোগ্রামের’ আওতায় আসবেন দেশ দুটির ৫ হাজার ৩০০ কর্মী। খবর এএফপি।

উড়োজাহাজ নির্মাণকারী ইউরোপীয় কোম্পানিটির মুখপাত্র এক বিবৃতিতে জানান, স্পেনে ছুটির মেয়াদ বৃদ্ধির এ সিদ্ধান্ত কার্যকর থাকবে ২০ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর আওতায় আসবেন দেশটিতে কর্মরত এয়ারবাস অপারেশনস এসএলের ৩ হাজার ১০০ কর্মী। তবে এক্ষেত্রে দেশটিতে এয়ারবাস হেলিকপ্টার ও এয়ারবাস ডিএস কর্মীরা এর আওতাভুক্ত হবেন না। অন্যদিকে যুক্তরাজ্যে ২ হাজার ২০০ জনের মতো কর্মীকে আগামী ২০ জুলাই থেকে ছুটিতে পাঠাবে এয়ারবাস। তাদের এ ছুটি শেষ হবে ৯ আগস্ট। এর বাইরে ফ্রান্সে বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের সব কর্মীই কোনো না কোনোভাবে ভাইরাসের কারণে গৃহীত পদক্ষেপের আওতায় পড়েছেন। দেশটিতে এয়ারবাসের ২৯ হাজার ৫০০ কর্মীর সবার সপ্তাহে গড়ে কর্মঘণ্টা কমেছে ৩০ শতাংশ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *