মেহেরপুর জেলা প্রশাসনের ‘শতঘণ্টা মুজিবচর্চা’র আয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করছে মেহেরপুর জেলা প্রশাসন। ৩০ আগস্ট এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মুনছুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সিনিয়র কমিশনার আরাফাত হুসাইন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম প্রমুখ যুক্ত ছিলেন।

জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান বলেছেন, জাতির পিতাকে বেশি বেশি করে চর্চার মধ্য দিয়ে নিজেদের শানিত করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হয়। অথচ জাতির পিতাকে নিয়ে এখন পর্যন্ত কোনো গবেষণা কেন্দ্র গড়ে ওঠেনি। বঙ্গবন্ধুকে নিয়ে এখন পর্যন্ত দেশে কোনো লোক গবেষণাও করেনি। তাই বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা কেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি।

জেলা প্রশাসক বলেন, মেহেরপুরের মাটি মুক্তিযুদ্ধের মাটি। এ মাটি পবিত্র। তাই এ পবিত্র মাটিকে নিয়ে দেশের মানুষের আবেগ আছে। সেই আবেগকে কাজে লাগিয়ে মুজিব বর্ষে ‘শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আয়োজন করবে মেহেরপুর জেলা প্রশাসন।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

এছাড়া বিভিন্ন সময়ে আলোচক হিসেবে থাকবেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরেফিন সিদ্দিক, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সৈয়দ আনোয়ার, সামসুল হক, ব্যারিস্টার আমির-উল ইসলাম, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীসহ দেশবরণ্য ব্যক্তিত্ব।

এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলার সাংবাদিক, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজসহ সব স্তরের লোকজনের সহযোগিতা এবং পরামর্শ চেয়েছেন জেলা প্রশাসক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *