মেসি-ফাতিদের কাছে পাত্তাই পেল না ফেরেঙ্কভারোস

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বার্সেলোনার শুরুটা হয়েছে দুর্দান্ত। মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ‘জি’ গ্রুপের ম্যাচে ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় কাতালান জায়ান্টরা। একটি করে গোল করেন লিওনেল মেসি, আনসু ফাতি, উসমান দেম্বেলে, ফিলিপে কুটিনহো ও পেদ্রি।
আগের ম্যাচেই লা লিগায় গেতাফের কাছে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেঙ্কভারোস পাত্তা পায়নি মেসিদের কাছে। ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা মেসির পায়ে। ডি-বক্সে ঢুকে পড়া মেসিকে ফাউল করেন প্রতিপক্ষের ডিফেন্ডার আদনান কোভাসেভিচ। রেফারি বাজান পেনাল্টির বাঁশি।
স্পটকিক থেকে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে নিজের ১১৬তম গোলটি করেন আর্জেন্টাইন তারকা।
৪২তম মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের অ্যাসিস্টে বার্সেলোনার ব্যবধান বাড়ান স্পেনের ‘বিস্ময় বালক’ আনসু ফাতি। ৫২তম মিনিটে ফাতির সহায়তায় বার্সার তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কুটিনহো।
৬৮তম মিনিটে ডিবক্সে প্রতিপক্ষের খেলোয়াড় এনগুয়েনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বার্সেলোনার স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকে। ফেরেঙ্কভারোস পায় পেনাল্টি। ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স লীগে ফেরা দলটিকে গোল এনে দেন ইউক্রেনিয়ান মিডফিল্ডার খারাতিন।
তবে একজন কমে গেলেও বার্সার খেলার ধার কমেনি। ৮২তম মিনিটে দেম্বেলের কাটব্যাক থেকে স্কোরলাইন ৪-১ বানিয়ে ফেলেন ফাতির বদলি নামা পেদ্রি। ৮৯তম মিনিটে মেসির ছোট পাস পেয়ে গোলের খাতায় নাম লেখান দেম্বেলেও।
গ্রুপের অপর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোহীন জুভেন্টাস ২-০ গোলে হারায় ডাইনামো কিয়েভকে। দুটি গোলই করেন স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড আলভারো মোরাতা। আগামী ২৮শে অক্টোবর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা-জুভেন্টাস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *