মেক্সিকোতে যাত্রীবোঝাই গাড়ি উল্টে শিশুসহ নিহত ১৯, আহত ২০

মাজহারুল ইসলাম: [২] দেশটির মধ্যাঞ্চল জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরে কাছে একটি মহাসড়কে শনিবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মেক্সিকোর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনবিসি নিউজ

[৩] স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একটি ভবনের সঙ্গে যাত্রীবোঝাই বাসটির ধাক্কা লাগে। এতে গাড়িটি উল্টে সড়কের পাশে নিচু জায়গায় পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি মেক্সিকোর একটি তীর্থস্থানে যাচ্ছিল। রয়টার্স

[৪] জানা যায়, ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়ই এই মহাসড়ক ধরে সান জুয়ান দ্য লস রাগোস শহরের একটি ধর্মীয় স্থাপনায় ভ্রমণ করেন।

[৫] জালিসকো প্রদেশের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ওই দুর্ঘটনায় গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে। নিহতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *