মুম্বইয়ে ভবন ধসে ৮ শিশু সহ নিহত ১১

মুম্বইয়ের মালাদে একটি দ্বিতল ভবন ধসে আট শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও সাতজন আহত হয়েছেন। বুধবার রাত ১১ টার দিকে ওই ভবনটি ধসে পড়ে। এখনও অনেকে ধ্বংসাবশেষের ভিতরে আটকে পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা । তাদের দ্রুত উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন তারা। ভবনটি ধসে পড়ার পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহরতলির কান্দিভালি হাসপাতালে নিয়ে যান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনডিটিভিকে বলেছেন, মোট ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা সেল সূত্র জানিয়েছে, বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিজেপির মুখপাত্র রাম কদম ভবনটি ধসে মৃত্যুর জন্য দায়িত্বশীলদের গাফিলতিকে দায়ী করেছেন। স্থানীয় পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *