মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতে আনা রেজুলেশনে বারবার ব্যর্থ জাতিসংঘ এখন বিবৃতিনির্ভর: ড. মোমেন

পররাষ্ট্র মন্ত্রী বলেন, চীন-রাশিয়ার ধারাবাহিক বিরোধিতাকে কৌশল হিসেবেই দেখছে বাংলাদেশ।

[৩]সুচির তিন বছরের ক্ষমতায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের লাভ হয়নি।

[৪] গত চার বছরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ যতগুলো রেজুলেশন আনা হয়েছিল সবগুলো বিপুল ভোটে গৃহীত হলেও চীন-রাশিয়া ভেটো দেওয়ায় এগুতে পারেনি জাতিসংঘ।
[১] স্বাস্থ্যমন্ত্রণালয়ের অনুমোতি পায়নি, আবারও স্থগিত হতে পারে লঙ্কান প্রিমিয়ার লিগ ≣ [১] নারী অর্থমন্ত্রী ইয়েলেনের পক্ষে মার্কিন সিনেট কমিটির সর্বসম্মত রায় ≣ ফায়ার সার্ভিসের আগে ইউনাইটেডের আগুন নেভাতে এসেছিল শুধু ক্লিনার ইয়াসিন

[৫] বৈশি^ক এ সংস্থাটি রেজুলেশনে রোহিঙ্গাসহ অন্যান্য জনগোষ্ঠীর নাগরিকত্ব ও নিরাপত্তা ইস্যুতে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানোর মধ্যেই কেবল সীমাবদ্ধ।

[৬] এখন পর্যন্ত মোট ছয় দফায় আট লাখ ৩০ হাজার তালিকা হস্তান্তর করা হলেও শুরু কারা যায়নি প্রত্যাবাসন।

[৭] নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব:) আব্দুর রশিদ মনে করেন, ‘কূটনীতির ভাষা বুঝে না মিয়ানমার, প্রয়োজন সমরাস্ত্র কেন্দ্রিক কৌশল।’ তিনি বলেন, দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় না থাকায় ভিন্ন কিছু ভাবতে হবে।

[৮] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সমস্য হলো- ‘মিয়ানমার রোহিঙ্গাদের নিবে না এই কথা তারা কখনো বলেনি।’ আর জাতিসংঘে যে দেশগুলো এর বিরোধীতা করে ও চুপ থাকে তারা বাংলাদেশ-মিয়ানমার উভয় দেশেরই বন্ধু।

[৯] রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও বৈশি^ক সম্পদায়ের ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

[১০] অবশ্য জাতিসংঘের আনা রেজুলেশনগুলো আন্তর্জাতিক রীতিনীতির গুরুত্বপূর্ণ এক উৎস হিসেবে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মনে করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

[১১] সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *