মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদী আচরণের পক্ষে ট্রাম্পের সাফাই গাওয়ার বিরুদ্ধে সোচ্চার বিশ্বের টেক-জায়ান্টরা

দেবদুলাল মুন্না: [২] ইনটেল, নেটফ্লিক্স, গুগল, আইবিএম ও ফেসবুকের পর এবার নিন্দায় যোগ দিয়েছে স্ন্যাপচ্যাট ও রেডডিট। ভার্জ নিউজ

[৩] স্ন্যাপচ্যাটের ডেভেলপার ‘স্ন্যাপ’ প্রধান নির্বাহী এভান স্পিগেল মঙ্গলবার বলেছেন,‘আমরা চাইলেই পদ্ধতিগত বর্ণবৈষম্য থেকে বেরিয়ে আসতে পারব না, যদি না একই সময়ে আমরা সবার জন্য তাদের পরিবেশের ব্যাপারটি আমলে না নিয়ে সুযোগ সৃষ্টি না করতে পারি। তবে আমরা ট্রাম্পকে থামতে বলব। কারণ অনেক হয়েছে। টেকডটনেট[৪] রিডডিট সিইও স্টিভ হাফম্যান বুধবার বলেন, রেডডিট বিদ্বেষ সহ্য করে না। আমরা ঘৃণা, বর্ণবাদ, এবং সহিংসতা সহ্য করি না এবং আমাদের প্ল্যাটফর্মে এগুলির বিরুদ্ধে লড়াই করার মতো কাজ করার পরেও আমাদের মূল্যবোধগুলি পরিষ্কার।আমরা ট্র্যাম্পের আচরণে সত্যি মর্মাহত।জিডিনেট

[৪] প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের অ্যাকাউন্টের ‘বায়ো’ সেকশনে ‘ব্যাকলাইভস ম্যাটার’ হ্যাশট্যাগও জুড়ে দিয়েছে টুইটার। যুক্তরাষ্ট্র সংস্করণের ওয়েবসাইটে হোমপেইজেই বর্ণ সমতার পক্ষে নোটিশ ঝুলিয়ে দিয়েছে গুগল এবং ইউটিউব।

[৫] ফেসবুকের কর্মকর্তারা ট্র্যাম্পের তীব্র সমালোচনা করেছেন এর আগে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *