মাত্র ১৩ মিনিটেই…

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের দল বিটিএস ব্যান্ড। এটি ২০১০ সালে রাজধানী সিউলে প্রতিষ্ঠিত হয়। এই ব্যান্ডের সদস্যরা মূলত হিপহপ ঘরানার গান গেয়ে থাকে। তাদের ব্যান্ডের ৭ সদস্য হচ্ছেন ভি, জে-হোপ, আরএম, জিন, জিমিন, জংকুক, সুগা। সম্প্রতি ব্যান্ডটি নতুন রেকর্ড করলো। মাত্র ১৩ মিনিটেই ১ কোটি ভিউর রেকর্ড করলো ব্যান্ডের ‘বাটার’ শিরোনামে দ্বিতীয় ইংরেজি গানটি। যা এখন অবধি ইউটিউবে সর্বোচ্চ। এ ছাড়া মুক্তির প্রথম এক ঘণ্টায় গানটির ভিউ হয় ৩৪ মিলিয়ন।
এর আগে তাদের প্রথম ইংরেজি একক গান ‘ডিনামাইট’ দিয়েও পুরো দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছিল বিটিএস। বিলবোর্ডের তালিকায় প্রথম স্থান অধিকার করাসহ, গ্রামি নমিনেশনও পেয়েছিল তারা। চলতি বছরের ২৬শে এপ্রিল থেকেই বিটিএস তাদের ইউটিউব চ্যানেল ব্যাংতান ভয়েসে নতুন গান ‘বাটার’ নিয়ে দিন গোনা শুরু করে। গানটির টিজার, ভিডিও ক্লিপ দিয়ে পুরো মাস ভক্তদের অপেক্ষায় রেখে অবশেষে ২১শে মে গানটি মুক্তি দেয় তারা। ‘বাটার’ গানটি লিখেছেন রব গ্রিমাল্ডি, স্টিফেন কার্ক, রন পেরি, জেনা অ্যান্ড্রুজ, অ্যালেক্স বিলোভিটস এবং সেবাস্তিয়ান গার্সিয়া।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *