চলে গেলেন সোলস ব্যান্ডের ড্রামার সুব্রত বড়ুয়া রনি

চলে গেলেন বাংলাদেশের সোনালি দিনের তুমুল জনপ্রিয় ব্যান্ড সোলস’র অন্যতম প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি। গতকাল ভোর ৫টায় তিনি মারা যান। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সুব্রত বড়ুয়া রনি সংগীতের সঙ্গে জড়িয়ে ছিলেন পাঁচ দশক ধরে। ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন গান অন্তপ্রাণ তরুণ সাজিদ, জিলু, নেওয়াজ, তাজুল ও রনিসহ মিলে গানের দল ‘সুরেলা’ গঠন করেন। ১৯৭৩ সালে সেই ব্যান্ডের নাম পরিবর্তন করে ‘সোলস’ রাখা হয়। দীর্ঘযাত্রায় সোলস ব্যান্ডের সঙ্গে ছিলেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু।
এখন আছেন পার্থ বড়ুয়া। রনির মৃত্যুতে শোকাচ্ছন্ন গানের আঙিনা। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধমন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে গতকাল বিকালে চান্দগাঁও মহাশ্মশানে রনির শেষকৃত্য সম্পন্ন করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *