মঙ্গলের প্রথম ছবি পাঠালো চীনের তিয়েনওয়েন-১

অবশ্য ছবিটি রঙিন নয়, সাদাকালো। বর্তমানে এই প্রোবটি মঙ্গলগ্রহ থেকে ২২ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই তথ্য জানিয়েছে, চায়নিজ স্পেস এজেন্সি-সিএসএ । বিবিসি

[৩]গত বছরের জুলাইমাসে উৎক্ষেপিত হয় প্রোবটি। এটি মঙ্গলে চীনের প্রথম মিশন। মঙ্গলগ্রহকে বেশ কয়েকবার প্রদক্ষিণের পর এটি পৃষ্ঠে একটি রোভার নামিয়ে দেবে। চঅনের আশা মঙ্গলের মাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবে এই রোভার। একইসঙ্গে সন্ধান করবে তরল বা জমাট পানির। সিএনএন

[৪]এই মানুষহীন যানটি পৃথিবী থেকে ১৮ কোটি ৪০ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি মঙ্গলের কাছে যেতে ১৯৭ দিনে ৪৬ কোটি ৫০ লাখ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে। ১০ ফেব্রুয়ারি এটি মঙ্গলের কক্ষে পৌঁছে যাবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *