ভিসি কলিমুল্লাহর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছে অধিকার সুরক্ষা পরিষদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে । শনিবার (১৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ শ্বেতপত্র প্রকাশ করেন। চ্যানেল২৪

[৩] সংবাদ সম্মেলনে ড. মতিউর রহমান বলেন, উপাচার্য আইন লঙ্ঘন করে ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন। উপাচার্যের আত্মীয় হওয়ায় ভর্তি জালিয়াতির অপরাধে দণ্ডপ্রাপ্ত চারজনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। এছাড়াও ঢাকার লিয়াজো অফিসে বসে নিয়মিত দুর্নীতি, অনিয়ম করে যাচ্ছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *