ভিপিএনের মাধ্যমে পাইরেসির শিকার রেহানা মরিয়ম নূর

সিনেমা দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আঁ সার্তেইন রিগার্দ বিভাগে প্রথম প্রতিনিধিত্ব করা বাংলাদেশী সিনেমা রেহানা মরিয়ম নূর এবার পড়েছে পাইরেসির কবলে। আগামী অক্টোবরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা চলছিল। কিন্তু তার আগেই বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব আর গুগল ড্রাইভের মাধ্যমে দেখা যাচ্ছে সিনেমাটির পাইরেটেড কপি।

বিশ্বদরবারে দেশের মুখ উজ্জ্বল করা সিনেমাটি কীভাবে পাইরেসি হলো, জানতে চাইলে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি কারো কাছে যাওয়ার কথা নয়। ২ আগস্ট মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনলাইন স্ক্রিনিং হয়েছিল সিনেমাটির। আমাদের ধারণা সেখান থেকে ভিপিএনের মাধ্যমে কাজটি করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমরা ডিবিতে মামলা করেছি। তাদের সাইবার ইউনিট এটা নিয়ে কাজ করছে। কারা সিনেমাটি অনলাইনে ছড়িয়েছে বা ছড়াচ্ছে, সেটা খোঁজা হচ্ছে। আশা করি, দ্রুত অপরাধীরা আইনের আওতায় আসবে।’ পাইরেসি হওয়ায় এরই মধ্যে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১৭ ও ২১ আগস্টের দুটি অনলাইন প্রদর্শনী স্থগিত রেখেছে বলে জানানো হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *