ভাষা আন্দোলনে মেহেরপুরের অনেক ত্যাগ আছে —জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, ২০০০ সাল থেকে বিশ্বের ১৯৩টি দেশে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি হয়েছে আমাদের মাতৃভাষার জন্য ত্যাগের কারণে। ভাষার জন্য আমাদের মতো অন্য কোনো জাতির ত্যাগের নজির নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সূতিকাগার যেমন মেহেরপুরের মুজিবনগর, তেমনি ভাষা আন্দোলনেও মেহেরপুরের অনেক ত্যাগ আছে।

গতকাল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ, পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলি প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *