ভালুকার প্রথম নারী ইউপি চেয়ারম্যান বরখাস্ত

দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাৎ করার দায়ে ময়মনসিংহের ভালুকার প্রথম নারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২৯ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্ত হওয়া জেসমিন নাহার উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, চেয়ারম্যান জেসমিন নাহার রানী ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ২০০ জন কার্ডধারীর চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে ডিলার ও দফাদারের যোগসাজশে আত্মসাৎ করেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। এ ঘটনায় ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বাদী হয়ে গত ২২ জুলাই রাতে ভালুকা মডেল থানায় ওই মামলাটি করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *